যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা – কারন ও প্রতিকার
ক্যাটাগরি: পুরুষের স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য | তারিখ: 05/10/17 | 1 Comment
যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা (impotency) হলো পুরুষের যৌন সমস্যা। এক্ষেত্রে পুরুষের উপযুক্ত যৌন ক্ষমতার অভাব সৃষ্টি হয়। তিনি স্ত্রী সহবাসে আর সক্ষম থাকনে না। মোটামুটি দুই ধরনের পুরুষত্ব হীনতা দেখা যায়।
(১) যৌন উত্তেজনার পুরোপুরি অভাব, যৌন সংগম করার উপযোগী লিংগ সুদৃঢ় না হওয়া বুঝায়।
(২) লিংগ সুদৃঢ় হলেও, যৌন মিলনের অল্প সময়ের মধ্যেই পুরুষের বীর্যপাত হওয়া বুঝায়।
যে কোনও বয়সে কিছু সংখক পুরুষ এই ধরনের কোনও প্রকারের যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতার শিকার হয়। বিভিন্ন কারনে যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা দেখা দিতে পারে আবার জৈবিক কিংবা মনস্তাত্বিক কারনেও এটা দেখা দিতে পারে। তবে, যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা আক্রান্ত অধিকাংশ পুরুষের বেলায় মনস্তাত্বিক কারনই বিশেষ ভাবে বিদ্যমান থাকে।
হ্যাঁ, মনস্তাত্বিক কারন বলতে মনস্তাত্বিক বাধাকেই বুঝায়। এই লেখায় আমরা মানসিক কারনে পুরুষত্বহীনতা নিয়ে আলোচনা করবো।
যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতার কারনসমূহঃ
প্রথমতঃ
- বাল্য জীবনের ভুল শিক্ষা।
- যৌন আচরন সম্পর্কে সঠিক
- জ্ঞানের অভাব বা ক্ষতিকর ভুল তথ্য পরিবেশন।
- অপরাধ বোধ।
- অত্যধিক যৌন প্রতাশা।
- যৌন – আচরনকে মন্দ হিসেবে চিহ্নিত করন।
- প্রথম যৌন মিলনে ব্যর্থতা।
দ্বিতীয়তঃ
- ভয়।
- অস্থিরতা।
- পুরুষত্বহীনতার আশংকা।
তৃতীয়তঃ
- যৌন পাত্র পাত্রীর প্রতি যৌন।
- আকর্ষণ ও ভালবাসার অভাব।
চতুর্থতঃ
- যথেষ্ট যৌন কামনার অভাব।
- যৌন ব্যাপারে অনীহা।
পঞ্চমতঃ
- প্রচ্ছন্ন বা সক্রিয়
- সমকামীতার অভ্যাস বা অন্য কোনও
- প্রকার যৌন – বিকৃতি।
চিকিৎসাঃ
পুরুষত্বহীন ব্যাক্তি যদি স্বক্রীয় ভাবে এই সব মনস্তাত্বিক বাধা দূর করতে সমর্থ হয়, তাহলে তার পুরুষত্বহীনতার সমস্যাও দূর হতে পারে। রোগী যদি নিজে নিজে এই সমস্যার সমাধান করতে না পারে, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জৈবিক ত্রুটি থাকলে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। এসব ব্যাপারে হাতুড়ে চিকিৎসকদের নিকট গেলে মারাত্বক ক্ষতি ও প্রতারিত হবার ভয় থাকে।
যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা এর চিকিৎসা বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেটা দেখতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে যদি জন্মগত কারনে তার মধ্যে অক্ষমতা থাকে, ডায়বেটিস থাকে বা লিভারে সমস্যা থাকে, কিডনিতে সমস্যা থাকে, উচ্চ রক্তচাপের প্রবলেম থাকে, হরমুলাল সমস্যা থাকে বা জটিল কোন অবস্থায় কারনে তার পুরুষত্বহীনতা হয় তাহলে ভিডিওতে দেখানো ফমূলাটা তেমন ভালো কাজ করবেনা। কিন্ত যদি অজানা কারনে বা দেখা যায় সব রিপোর্ট ঠিক আছে তারপরও সমস্যা দেখা যাচ্ছে তাহলে এটা ট্রাই করতে পারেন।
Bideshe thaka rugider jonne ki kono dhoroner helping bebostha ache?